আজকের টিউনে আমরা আলোচনা করবো Samsung এর ফোন নিয়ে। আসলে আমাদের অনেকেরই হয়তো মনে হয় যে অন্য অন্য ফোনের চেয়ে samsung ফোনের দাম একটু বেশি। Realme বা Redmi যখন তাদের কোনো ফোন বাজারে লাঞ্চ করে তারা সেই ফোন যে দামে যা যা স্পেসিফিকেশন দেই সেটা দেখে আমাদের মনে হয় এটা পয়সা উশল ফোন বা ভ্যালু ফর মানি ফোন। কিন্তু samsung যখন সেই একই স্পেসিফিকেশন দিয়ে কোনো ফোন লাঞ্চ করে তখন সেটার প্রাইস দেখে হয়তো অনেকেরই মনে হয় যে samsung দামটা একটু বেশিই নিল।
এখন প্রশ্ন হলো কেন এমন হয়? Samsung কি ব্যবসা করতে চাই না? তারা কি চাই না যে তাদের ফোন মার্কেটে বেশি বিক্রি হক?
তো চলুন এবার জেনে নেয়া যাক কেনো স্যামসাংয়ের ফোনের দাম বেশি হয়?
আমরা সবাই জানি samsung এর After Sell Service খুবই ভালো হয়। Samsung ফোন কেনার পর ফোনটা খারাপ হয়ে গেলো কিংবা কোনো সমস্যা হলো সেই সময় আপনি যদি Samsung এর Service Center এ যান তাহলে যে সার্ভিস টা পাবেন সেটা কিন্তু Redmi বা Realme ফোনের ক্ষেত্রে পাবেন না। এটা থেকেই অ্যাপল বা স্যামসাং এর মত কোম্পানি গুলো অন্যদের থেকে আলাদা হয়ে যায়। এছাড়াও আমরা এটা জানি যে স্যামসাংয়ের ফোনগুলোতে অন্য অন্য ফোন কোম্পানির থেকে আপডেট খুব ভালো আসে। আপনি খেয়াল করে দেখুন শাওমির ফোনগুলোতে MiUi আপডেট নিয়ে আমাদের যেভাবে ভুগতে হচ্ছে। আবার Realme এর ফোন এখনো অনেকগুলো bugs রয়ে গেছে কিন্তু Samsung এর OneUi তে কিন্তু এত সমস্যা নেই।
Apple, One Plus, Samsung এসব কোম্পানি গুলোকে এজন্যই ব্যান্ড ভ্যালু বলা হয়। এদের সফটওয়্যারগুলোর তেমন কোনো সমস্যা থাকেনা যদি থেকে থাকে সেটা অল্প সময়েই ঠিক হয়ে যায়। Redmi এর ফোন আমরা যেমন দেখছি MiUi এ বছরের পর বছর সমস্যা হয়ে যাচ্ছে। MiA3 ফোনটিতে সফটওয়্যার আপডেট বার বার দেয়া হচ্ছে বার বার সমস্যা হচ্ছে এমনকি ফোন ব্রিক হয়ে যাচ্ছে। মানুষ এই ঝামেলা সহ্য করবে কেন? এই সব ঝামেলা থেকে বাঁচার জন্যই আমরা এক্সট্রা কিছু টাকা দিয়ে হলেও Samsung, One Plus বা অ্যাপলের আইফোন কিনে থাকি।
এবং সফটওয়্যারের ক্ষেত্রে অ্যাপল বা স্যামসাং এরকম কোম্পানি বলে দিয়েছে যে তারা দীর্ঘ দিন ধরে আপডেট দিয়ে যাবে। কিন্তু Service, Software, Update এইটুকুই কি তফাৎ?
না! হার্ডওয়্যার মানে সত্যিকারের যে পার্টসগুলো ফোন লাগানো হচ্ছে তাতে কি কোনো পার্থক্য নেই? অবশ্যই পার্থক্য রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে samsung এর ডিসপ্লে। সেই ডিসপ্লে স্যামসাং অন্যদের কাছেও বিক্রি করে কিন্তু samsung নিজেদের ডিসপ্লেতে নিজেরাই color calibration করে যার ফোন স্যামসাং এর ফোনের ডিসপ্লে অন্যদের থেকে একেবারেই আলাদা হয়। একমাত্র অ্যাপল ছাড়া অন্য কোনো কোম্পানি স্যামসাংয়ের সাথে competition করতে পারে না।
স্যামসাং প্রচুর ইলেকট্রনিক জিনিস তৈরি করে এবং সেগুলো নিজেদের ফোন ইউজ করে তাহলে তো দাম আরো কমবে যেহেতু তাদের নিজেদের তৈরি পার্টস নিজেদের ফোন ইউজ করছেন সেহেতু দাম তো কমারি কথা কিন্তু কমছে না কেনো.? নিজেদের তৈরি ডিসপ্লে, প্রসেসর, হার্ডওয়্যার, এবং আরো অনেক কিছু। Samsung একমাত্র কোম্পানি যারা নিজেদের তৈরি পার্টস সবচেয়ে বেশি নিজেদের ফোন লাগায়। এর ফলে স্যামসাং ফোনের দাম সবচেয়ে কম রাখবে এটাই তো হওয়ার কথা কিন্তু কেন এরকম হয় না.?
আপনাদের কে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। কেন স্যামসাং এটা করতে পারে না। উদাহরণ হিসেবে বলি ---
মনে করুন আপনি একজন পাইকারি চাল বিক্রেতা। বিভিন্ন ছোট ছোট দোকানের মালিক আপনার কাছ থেকে পাইকারি দরে চাল কিনে নিয়ে আরেকটু বেশি দামে তাদের দোকানে চাল বিক্রি করেন। এখন আপনি যদি পাইকারি দোকানের পাশে ছোট একটা দোকান দিয়ে আপনার পাইকারি চালগুলো সেই ছোট দোকানে কম মূল্যে বিক্রি শুরু করেন তাহলে কি আর সেই সব ছোট ছোট দোকানের মালিক ব্যাবসা করতে পারবে। তাদের ব্যাবসায় তো লাল বাত্তি জলে যাবে। কারণ তখন কাস্টমাররা আপনার ছোট দোকান থেকেই কম মূল্যে চাল ক্রয় করবে।
তেমনি স্যামসাং এর যে ইলেকট্রনিক এর ব্যাবসা সেটা তাদের ফোনের ব্যাবসার চেয়ে অনেক বড়। অনেক ফোন কোম্পানি তাদের কাছ থেকে পাইকারি মূল্যে নানান ধরনের পার্টস বানিয়ে নিয়ে যায়। এখন স্যামসাং তাদের এত্ত বড় পাইকারি ব্যাবসা কেনো নষ্ট করতে যাবে ঐ দুই চারটা ফোন বিক্রি করতে গিয়ে। এজন্যই স্যামসাং তাদের নিজের তৈরি পার্টস হওয়া সত্ত্বেও দাম কমাতে পারে না। এবার নিশ্চয় বুঝতে পেরেছেন।
আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আজ এ পর্যন্তই।
ভালো থাকুন সুস্থ থাকুন। এতক্ষণ পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
||খোদা হাফেজ||
Tags: Same specification but why samsung phone is more expensive than other phones, why samsung is more expensive than other phone, স্যামসাং ফোনের দাম বেশি হওয়ার কারণ কি, কেনো স্যামসাং ফোনের দাম বেশি হয়,