বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ | Bangaldesh Army Circular:
২০২৩ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ :
১। আবেদন:
একজন প্রার্থী প্রয়োজনীয় যোগাতা স্বাপেক্ষে সাধারণ (GD) এবং টেকনিক্যাল ট্রেড (TT) এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি (BNCC) এর সদস্য, সেনা সদস্যদের স্থান (SS) এবং টিটিটিআই (ITTI) সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে ।।
২। যোগ্যতা:
ক। সাধারণ ট্রেড (GD) - পুরুষ ও মহিলা।
(১) বয়স। ০৩ মার্চ ২০২৪ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
(২) শিক্ষাগত যোগ্যতা। এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ ।
খ। টেকনিক্যাল ট্রেড (IIT) - পুরুষ ও মহিলা।
(১) বনাম । ০৩ মার্চ ২০২৪ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
(২) শিক্ষাগত/কারিগরি যোগাতা:
ক। এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ ।
খ। সি/সন (মাদ্রাসা কারিগরি উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল ১ অনুযায়ী ন্যূনতম ৬ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগা বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অবিকার প্রদান করা হবে।
গ। শারীরিক মান:
ঘ। স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ।
ঙ। সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
চ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/ বিবাহ বিচ্ছেদকারী নয়)।
৩। ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদপত্র/ ছবি / লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে:
ক। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র / মার্কশীট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।
খ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।
গ। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ পত্রের মূলকপি (ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপিসহ)।
ঘ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
ঙ। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি
চ। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে ।
ছ। পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র / স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি ।
জ। সদ্যতোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ x ৪ সেঃ মিঃ) ০৬ কপি এবং স্ট্যাম্প সাইজের (২.৫ সেঃমিঃ x ২ সেঃমিঃ) ০২ কপি সত্যায়িত ছবি।। ছবির পটভূমি নীল/আকাশী রংয়ের, পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে।
ঝ। সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশাক ( সাঁতারের নির্ধারিত দিনে)।
ঞ। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
ট। উপজাতিদের ক্ষেত্রে, উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা/উপজাতি প্রধান/সিটি কর্পোরেশন/ইউপি চেয়ারম্যান এর সনদপত্র।
৪। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষ্যাক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৫। নিম্নেবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না
ক। সরকারী চাকুরী হতে বরখাস্তকৃত। গ। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত।
খ। ফৌজদারী মামলায় দন্ডপ্রাপ্ত।
৬। প্রশিক্ষণ
সেনাসদরের সিদ্ধান্ত অনুযায়ী ৩৬ (ছত্রিশ) সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
৭। টেকনিক্যাল ট্রেড
টেকনিক্যাল ট্রেড (IT) এ আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহের অবস্থান, পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপঃ
এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী - পুরুষ ও মহিলা
১ম ধাপ
■ ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ
১। সাধারণ (GD) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।
প্রথম এসএমএস SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR<space> DISTRICT CODE
উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 (ঢাকা বোর্ডের জন্য DHA. কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।
২। টেকনিক্যাল ট্রেডের (II) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।
টেকনিক্যাল ট্রেড (TT) এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল-১ অনুযায়ী হবে, এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড এবং প্রার্থী যে ট্রেড'এ ভর্তি হতে ইচ্ছুক টেবিল-১ অনুযায়ী সেই ট্রেড এর কোড এসএমএস এ দিতে হবে।
প্রথম এসএমএস : SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>TT<space> TRADE CODE <space> EXAM CENTER CODE
উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 TT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।
৩। বিএনসিসি (BNCC) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। বিএনসিসি এর সদস্যগণ যোগ্যতা থাকা স্বাপেক্ষে সাধারণ ট্রেড (BNCCID) এবং টেকনিক্যাল ট্রেড (BNCCIT) এ আবেদন করতে পারবেন ।
ক। সাধারণ (GD) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।
প্রথম এসএমএস: SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>BNCCGD
উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 BNCCGD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী) |
খ। টেকনিক্যাল ট্রেড (IT) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।
প্রথম এসএমএস SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>BNCCTT <space> TRADE CODE <space>EXAM CENTER CODE
উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 BNCCTT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।
৪। সেনাসস্তান (SS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। সেনা সদস্যের সন্তানগণ যোগ্যতা থাকা স্বাপেক্ষে সাধারণ ট্রেড (SSGD) এবং টেকনিক্যাল ট্রেড (SSTT) এ আবেদন করতে পারবেন।
ক। সাধারণ (GD) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।
প্রথম এসএমএস : SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE<space>SSGD
উদাহরণ: SAINIK DHA 238098 2018 34 SSGD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।
খ। টেকনিক্যাল ট্রেড (TT) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।
প্রথম এসএমএস ঃ
SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>SSTT <space> TRADE CODE <space>EXAM CENTER CODE
উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 SSTT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জনা TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।
৫। টিটিটিআই (TTTI) হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।
প্রথম এস এম এস : SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>TTTI <space> TRADE CODE
উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 TTT DVR (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালদের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।
৬। প্রথম এস এম এস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এস এম এস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে হয় এস এম এস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, হয় এসএমএস প্রেরণের সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ২০০/- টাকার অধিক থাকা আবশ্যক।
দ্বিতীয় এসএমএস: SAINIK<space>YES<space>PIN NUMBER <space> CONTACT MOBILE NUMBER and send to 16222
উদাহরণ: SAINIK YES 894098 01xxxxxxxxx and send to 16222
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।
৭। ২য় এস এম এস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০X৩০০ (দৈর্ঘ্য ও প্রন্থ) pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হবে।
৮। অনলাইনে আবেদন ফরম পুরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ৭২ ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না।
৯। প্রার্থী কর্তৃক পুরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না।
১০। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এস এম এস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।
১১। প্রার্থীর USER ID ও Password হারিয়ে / ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে ৬৫৯৬ নম্বরে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে চার্জ অপ্রযোজ্য। তবে, পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক এর 01552146060 / 01550150555 নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ৩/৪ টি এস এম এস এর মাধ্যমে জানানো হবে।
SAINIK<space> HELP <space> SSC BOARD <space> ROLL<space> PASSING YEAR <space> DISTRICT CODE অথবা SAINIK<space>HELP <space>PIN<space> PIN NUMBER and send to 6596
উদাহরণ: SAINIK HELP DHA 236098 2017 34 অথবা SAINIK HELP PIN 894098 and send to 8596
১২। জরুরী প্রয়োজনে কল করুন ১২১ এ শুধুমাত্র টেলিটক নম্বর থেকে (Call 121, Then press 8, then press 1) যে কোন অপারেটর থেকে সরাসরি কল করুন ০১৫০০১২১১২১ এই নম্বরে অথবা ই-মেইল করুন: sainik@teletalk.com.bd
ভাড়া বাসা/বর্তমান / অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈত্রিক স্থায়ী ঠিকানা ও নিম্নবর্ণিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন।
বাংলাদেশ ৬৪ জেলার নাম ও কোড
রংপুর বিভাগ (Rangpur Division)
01- Panchagar
02- Thakurgaon
03- Dinajpur
04- Nilphamari
05- Lalmonirhat
06- Rangpur
07- Kurigram
08- Gaibandha
রাজশাহী বিভাগ (Rajshahi Division)
09- Joypurhat
10- Bogura
11- Naogaon
12- Natore
13- Nawabganj
14- Rajshahi
15- Sirajganj
16- Pabna
খুলনা বিভাগ (Khulna Division)
17- Kushtia
18- Meherpur
19- Chuadanga
20- Jhenaidah
21- Magura
22- Narail
23- Jashore
24- Satkhira
25- Khulna
26- Bagerhat
বরিশাল বিভাগ (Barishal Division)
27- Pirojpur
28- Jhalakati
29- Barishal
30- Bhola
31- Patuakhali
32- Barguna
ময়মনসিংহ বিভাগ (Mymensingh Division)
33- Netrokona
34- Mymensingh
35- Sherpur
36- Jamalpur
ঢাকা বিভাগ (Dhaka Division)
37- Tangail
38- Kishoreganj
39- Manikganj
40- Dhaka
41- Gazipur
42- Narsinghdi
43- Narayanganj
44- Munshiganj
45- Faridpur
46- Rajbari
47- Gopalgan
48- Madaripur
49- Shariatpur
সিলেট বিভাগ (Sylhet Division)
50- Sunamganj
51- Sylhet
52- Moulvibazar
53- Habiganj
চট্রগ্রাম বিভাগ (Chattogram Division)
54- Brahmanbaria
55- Cumilla
56- Chandpur
57- Lakshmipur
58- Noakhali
59- Feni
60- Chattogram
61- Cox’s Bazar
62- Khagrachhari
63- Rangamati
64- Bandarban
যেকোনো প্রয়োজনে কমেন্ট করুন , আজ এটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।