Daraz 11.11 উৎসব বা অফার উপলক্ষে দারাজে চলছে আকর্ষণীয় সকল পুরস্কার জিতে নেয়ার কুইজ প্রতিযোগিতা।
তাই দেরি না করে এখনি অংশগ্রহণ করুন আর জিতে নিন লাখ লাখ টাকার পুরস্কার। এই কুইজে অংশ নেয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না।
পুরস্কার সমূহ এবং কুইজের তারিখ :-
কুইজ সম্পর্কে সকল প্রশ্নের উত্তর এবং সকল শর্ত নিচে দেয়া হলো :-
১। “জিততে হলে খেলতে হবে” গেমটি কি?
উত্তরঃ "জিততে হলে খেলতে হবে" গেইমটি একটি স্কিল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা যেখানে "Free Product টি "জিততে হলে খেলতে হবে" গেইমের শতাবলি অনুযায়ী চেকআউট এর মাধ্যমে অংশগ্রহণে একটি কুইজ প্রদান করা হয়। প্রত্যেক কুইজে ৩টি বুদ্ধি ভিত্তিক প্রশ্নর উত্তর দিয়ে আপনি পেতে পারেন আকর্ষণীয় সব উপহার। অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি।
২। কিভাবে অংশগ্রহণ করা যাবে?
উত্তরঃ "জিততে হলে খেলতে হবে" গেইমটির "Free Product টি চেকাউট করুন। সফল চেকআউট সম্পন্ন হলে আপনার রেজিস্টার্ড ইমেইলে এবং ফোন নাম্বারে অংশগ্রহণ সফল হওয়ার মেসেজ দেয়া হবে। রেজিষ্টার্ড মোবাইল নাম্বারে কুইজ প্রতিযোগিতার প্রশ্নগুলো পরের দিন সকাল ১১:১১ টার পরে প্রদান করা হবে।
৩। কিভাবে বিজয়ী হওয়া যাবে?
উত্তরঃ যিনি "জিততে হলে খেলতে হবে" গেমের শর্তাবলি অনুযায়ী সব নিয়ম মেনে সবচেয়ে দ্রুততম সময়ে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিবেন, তিনি বিজয়ী হওয়ার সুযোগ পাবেন।
৪। ডেলিভারি বলতে কি বুঝি?
উত্তরঃ "Free Product" টি সফল ভাবে চেকআউট করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আপনার "জিততে হলে খেলতে হবে" গেইমে অংশগ্রহণ সফল হওয়ার মেসেজ আপনার রেজিস্টার্ড ইমেইলে ডেলিভারড হবে।
৫। বিজয়ী হলে কিভাবে জানা যাবে??
উত্তরঃ দারাজে ফেসবুক পেজে লাইভের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ী ঘোষণা করা হবে "দারাজ ১১:১১" ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী সময়ে।
৬। পুরষ্কার কখন ও কিভাবে পাওয়া যাবে?
উত্তরঃ সকল বিজয়ীর সাথে দারাজ থেকে যোগাযোগ করা হবে এবং পুরষ্কার বিতরনের সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। কোন বিজয়ীর সাথে যদি যোগাযোগ করা সম্ভব না হয় অথবা কোন বিজয়ী পুরস্কার গ্রহন করতে না চায় সেই ক্ষেত্রে "জিততে হলে খেলতে হবে" গেইমের শর্তাবলি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে।
৭। বিস্তারিত জানতে কি করনীয়?
উত্তরঃ বিস্তারিত জানতে নিচের শর্তাবলি সমূহ অনুসরণ করুন। অথবা আমাদের লাইভ চ্যাট অপশনটি ব্যবহার করুন।
মেগা পুরস্কার
শর্তসমূহ:-
১। “জিততে হলে খেলতে হবে” গেইমটিতে শুধুমাত্র দারাজ অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ ও খেলা যাবে।
২। দারাজে রেজিষ্টার্ড এবং ভেরিফাইড দারাজ অ্যাকাউন্ট বহনকারি যে কোন ব্যক্তি উক্ত গেইমে অংশগ্রহণ করতে পারবেন।
৩। অংশগ্রহণকারী প্রতিদিন গেইমটি চলাকালীন সময়ে একটি নতুন পণ্য বিনামূল্যে চেকআউট করতে সক্ষম হবে (পরবর্তিতে "ফ্রি প্রোডাক্ট" হিসাবে উল্লেখ করা হয়েছে)।
৪। শুধুমাত্র ফ্রি প্রোডাক্ট চেকআউট করার মাধ্যমে দারাজ অংশগ্রহণকারীকে “জিততে হলে খেলতে হবে গেইমে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়াটি শুরু করার অনুমতি প্রদান করবে। উল্লেখ্য যে, ফ্রি প্রোডাক্টটি সফল ভাবে চেকআউট করলেই অংশগ্রহণকারী কোন ভাবে প্রকৃত পণ্যের বিজয়ী হিসাবে বিবেচিত হবে না এবং পণ্যটি জেতার দাবীদার হবে না।
৫। অংশগ্রহণকারীদের অবশ্যই গেইমটিতে অংশগ্রহণ করার জন্য উল্লিখিত ফ্রি প্রোডাক্টি দারাজের পণ্য ক্রয়ের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী চেকআউট করতে হবে।
৬। ফ্রি প্রোডাক্টটি চেকআউট করা সফল ভাবে সম্পন্ন হলে, অংশগ্রহণকারী উক্ত অর্ডারের প্রেক্ষিতে দারাজের রেজিষ্টার্ড মোবাইল নাম্বারে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং SMS এর মাধ্যমে উক্ত নাম্বারে কুইজ গ্রহনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
৭। প্রত্যেক অংশগ্রহণকারী অফার করা ফ্রি প্রোডাক্টটির সর্বাধিক ১টি ষ্টক চেকআউট করতে পারবেন এবং উক্ত চেকআউটের মাধ্যমে অংশগ্রহণকারী গেইমটি তে শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। উল্লেখ্য যে, অফার করা প্রোডাক্টের একাধিক স্টক চেকআউট করলে অংশগ্রহণকারীকে গেইম থেকে বাতিল বলে গন্য করা হবে।
৮। ফ্রি প্রোডাক্টটি সফল চেকআউটের প্রেক্ষিতে অংশগ্রহণকারীকে অর্ডার নিশ্চিতকরণের জন্য একটি ই-মেইল পাঠানো হবে।
৯। প্রত্যেক ফ্রি প্রোডাক্টটি সফল ভাবে চেকআউট করার পরবর্তি দিন উক্ত প্রতিযোগী সকাল ১১:১১ মিনিটের পরে কুইজের প্রশ্ন সম্বলিত একটি SMS পাবেন।
১০। প্রতিদিনের নির্দিষ্ট ফ্রি প্রোডাক্ট এর জন্য অংশগ্রহণকারীগন সম্পূর্ণ ভিন্ন একটি কুইজ পাবেন এবং অংশগ্রহণকারীর উক্ত কুইজটির উত্তর SMS এর মাধ্যমে দিতে হবে।
১১। অংশগ্রহণকারীদের SMS দ্বারা প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং গেইমে অংশগ্রহণের জন্য SMS দ্বারা সকল নির্দেশাবলী, নিয়মাবলী ও শর্তাবলী অনুসারে কুইজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে।
১২। অংশগ্রহণকারীর তথ্য ও উত্তর প্রদান করা যদি কোন কারনে অবৈধ বা অগ্রহণযোগ্য বা অকার্যকর বলে বিবেচিত হয়, সেই ক্ষেত্রে উক্ত সাবমিশন সহ অংশগ্রহণকারীদের গেইমে অংশগ্রহণ থেকে বাতিল করা হবে। অংশগ্রহণকারী যদি কোনো প্রতারণামূলক কার্যকলাপ পরিচালনা করে, হ্যাকিং, টেম্পারিং, অথবা অংশগ্রহণকারীর যদি একাধিক দারাজ অ্যাকাউন্ট থাকে, বা প্রযুক্তিগত ত্রুটির কারণে অংশগ্রহণকারী সাবমিশন করতে ব্যর্থ হলে কিংবা দারাজের নিজস্ব বিবেচনার ভিত্তিতে অন্য যে কোন কারণে দারাজ সাবমিশনটি অবৈধ বা অগ্রহণযোগ্য বা অকার্যকর বলে গণ্য করার অধিকার রাখে।
১৩। দারাজ কর্তৃক আয়োজিত ফেইসবুক লাইভ ইভেন্টের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
১৪। দারাজ যদি কোন অংশগ্রহণকারীর অ্যাকাউন্ট প্রতারণামূলক বা অংশগ্রহণকারী দ্বারা এই শর্তাবলী লঙ্ঘিত হয়েছে বলে মনে করে তবে দারাজ অংশগ্রহণকারীর অ্যাকাউন্ট থেকে গেইমে এন্ট্রি নেয়ার অনুমতি প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে।
১৫। প্রতিদিনের “জিততে হলে খেলতে হবে” কুইজের অংশগ্রহণকারীদের সংক্ষিপ্ত তালিকা করা হবে এবং উক্ত তালিকাভূক্ত অংশগ্রহণকারীদের মধ্যে গেইমের প্রতিটি প্রোডাক্টের জন্য তাদের কুইজে উত্তর দেয়ার দক্ষতা, উত্তরের নির্ভুলতা এবং সঠিক উত্তর দেওয়ার সময়ের উপর ভিত্তি করে একজন বিজয়ী নির্বাচিত করা হবে।
১৬। প্রতিযোগিতায় বিজয়ীর সাথে উক্ত বিজয়ীর দারাজ একাউন্টে প্রদত্ত ই-মেইল আইডি বা মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা হবে।
১৭। শর্ত থাকে যে, প্রদত্ত যোগাযোগ মাধ্যমে বিজয়ীর সাথে যোগাযোগ স্থাপন করতে ব্যার্থ হলে বা বিজয়ী কোন কারণের প্রোডাক্টটি গ্রহনে আগ্রহী না হয়, সেক্ষেত্রে দ্বিতীয় সেরা অংশগ্রহণকারীকে নতুন বিজয়ী হিসাবে নির্বাচিত করা হবে। যদি দ্বিতীয় সেরা অংশগ্রহণকারীর সাথেও যোগাযোগ স্থাপন করতে ব্যার্থ হয়, তাহলে দারাজের নিজস্ব বিবেচনার ভিত্তিতে কুইজের বিজয়ীর স্থান খালি থাকবে এবং কুইজের পুরষ্কার বাতিল হিসেবে গণ্য হবে।
১৮। প্রোডাক্ট গ্রহণের সময় বিজয়ীকে অবশ্যই বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত একটি বৈধ পরিচয়পত্র সাথে আনতে হবে ।
১৯। প্রতিটি অংশগ্রহণকারী এই নিয়ম ও শর্তাবলী সাপেক্ষে একাধিক প্রোডাক্ট জেতার যোগ্য হবে এবং সুযোগ পাবে।
২০। বিজয়ী ঘোষণা করার পর, দারাজ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে।
২১। বিজয়ী ব্যক্তি তার পুরস্কারটি কোন তৃতীয় পক্ষের সাথে অদলবদল বা হস্তান্তর করতে পারবে না। ২২। পুরস্কারটি অবশ্যই অ-ফেরতযোগ্য, অ-হস্তান্তরযোগ্য এবং পুরস্কার এর বিনিময়ে নগদ অর্থ দাবী করা যাবে না।
২৩। দারাজ এবং দারাজের সাথে সংযুক্ত যে কোন আউটলেটের কর্মচারীরা বা আত্মীয়স্বজন সহ দ্বিতীয় মাত্রা পর্যন্ত জন্মসূত্রীয় আত্মীয় এই গেইমে অংশগ্রহণের অযোগ্য।
২৪। "জিততে হলে খেলতে হবে" এই গেইমটিতে যোগদান করার মাধ্যমে গ্রাহক/ব্যবহারকারী/অংশগ্রহণকারী নিশ্চিত করেন যে তিনি এই শর্তাবলী স্বজ্ঞানে পড়ে এবং বুঝে সম্মত হয়ে এই গেইমে অংশগ্রহণ করছে।
২৫। দারাজ এবং অংশগ্রহণকারীরা উভয়েই স্বীকার করেন এবং এই মর্মে সম্মতি প্রদান করেন যে গেইমে জয়লাভ করা পুরস্কারের/প্রোডাক্টের ক্ষেত্রে যেকোন রক্ষণাবেক্ষণ এবং/বা পণ্য সংক্রান্ত অন্যান্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে দারাজের কোনো বাধ্যবাধকতা নেই।
২৬। গেইমটি চলাকালীন সময় দারাজ কোনো পূর্ববর্তী নোটিশ ছাড়াই এই নিয়মাবলী পরিবর্তন করার অধিকার রাখে এবং সেই সাথে সম্পূর্ণ গেইমটি পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
২৭। দারাজ তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে ভাউচার, পুরস্কার, ফ্রি প্রোডাক্ট, বা এর সাথে সম্পর্কিত অন্য যেকোন বৈশিষ্ট্য ব্যবহার বা গ্রহণের ক্ষেত্রে কোনো ভাউচার, পুরস্কার বা ব্যবহারকারী বা গ্রাহককে সীমাবদ্ধ, প্রত্যাখ্যান বা বাতিল করার শর্তহীন এবং দ্ব্যর্থহীন অধিকার সংরক্ষণ করে।
২৮। বিজয়ীরা এবং/অথবা অংশগ্রহণকারীরা এই মর্মে সম্মতি প্রদান করেণ যে তারা দারাজ বা তাদের কোনো সহযোগী বা প্রতিনিধির বিরুদ্ধে জিততে হলে খেলতে হবে" গেইমটি সংক্রান্ত কোনো দাবি বা অভিযোগ উত্থাপন বা দায়ের করবে না ।
ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🖤