Subscribe Our YouTube Channel Subscribe!

নতুন YouTube Channel - কে Grow Up করার জন্য এই ১০ টি ধাপ অনুসরণ করুন 100% সফলতা পাবেন গ্যারান্টি॥ How to grow up New YouTube channel.

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated



আসসালামু আলাইকুম

 আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন।
বর্তমানে আমাদের অনেকেরই YouTube Channel রয়েছে কিন্তু আমাদের সাধের ইউটিউব চ্যানেলটির Views, Subscriber অনেক কম। কিন্তু কেন আমাদের চ্যানেলের Views, Subscriber বাড়ছে না বা অনেক ধীরগতিতে বাড়ছে এটা কি ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে কী এর সঠিক Solution টি পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ পড়ুন আশা করি ভালো একটা Solution পেয়ে যাবেন।

আজকে আমি আলোচনা করবো কিভাবে YouTube Channel এবং Youtube Channel এর কন্টেন্ট গুলোকে SEO এবং আকর্শনীয় করার মাধম্যে আমাদের শখের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাব।

নিচে এমন কয়েকটি Tips দেওয়া হলো যেগুলো করলে আপনি আপনার Channel টিকে খুব সহজেই AdSense Monetization এর জন্য প্রস্তুত করতে পারবেন। অর্থাৎ ১০০০ Subscribe এবং ৪০০০ ঘন্টা Watch Time এর চ্যালেঞ্জ সম্পুর্ণ করতে পারবেন।
অনেক বকবক করে ফেলছি চলুন এবার মূল টিউনে আসা যাক--

Tips সমূহ-

১. ভিডিওর জন্য সঠিক Title নির্বাচন করুন:

ইউটিউবে আমাদের ভিডিও কন্টেন্টে আমারা অনেকেই এমন Title লিখি যেটি আমাদের ভিডিওর মূল শিরোনাম নয়। কিন্তু আমরা হয়তো অনেকেই জানিনা ভিডিওর এই Title এর উপরই ৬০% SEO নির্ভর করে। তাই সঠিক Title নির্বাচন করার জন্য এগুলো অনুসরণ করুন-

⏩ Title এ এমন কিছু লিখুন যেটা আপনার ভিডিওর মূল বিষয় সম্পর্কে ধারণা দেয়।
⏩ Title টি যেন কোনোভাবেই ৬৬ character এর বেশি না হয় সেদিকে খেয়াল রাখুন কারন Google ৬৬ character এর বেশি Title কে SEO করে না।

২. ভিডিওর জন্য সঠিক এবং মানসম্মত Thumbnail তৈরি করা:

বর্তমানে প্রায় অধিকাংশ Viewers ভিডিওর Thumbnail দেখেই সেই ভিডিওটির মান অনুমান করে। তাই আপনার ভিডিওটির Thumbnail যদি সুন্দর এবং আকর্শনীয় হয় তবেই লোকজনের আপনার ভিডিওটি দেখতে আগ্রহ হবে।
 Thumbnail এর ক্ষেত্রে নিচের বিষয়গুলো বিবেচনায় রাখা উচিৎ-

⏩ Thumbnail টি এমন ভাবে তৈরি করতে হবে যাতে লোকজন সেটা দেখেই ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারে।
⏩ Thumbnail এ লেখাটি যেন ভিডিওর সাথে অবশ্যই মিল থাকে।

৩. ভিডিওর Description লেখার ক্ষেত্রে নিচের নিয়ম গুলো মেনে চলুন-

YouTube ভিডিওর আরেকটি মূল বিষয় হচ্ছে এই Description. কাজেই সবার আগে দরকার Description টি সঠিক ভাবে লিখা। নিচের ধাপগুলো অনুসরণ করে একটি সঠিক Description লিখা যায়-

⏩ Description এর প্রথমেই ভিডিও সম্পর্কে আলোচনা করা।
⏩ Description টি Paragraph এর মতো না লিখে Step by Step লিখতে হবে।
⏩ Description এর মাঝামাঝি আপনার সাথে যেন Viewers রা কন্টাক্ট করতে পারে এজন্য Social মিডিয়ার লিংক বা আপনার ফোন নাম্বারটি দিতে হবে।
⏩ Description এর শেষের দিকে Video related Tag লিখতে হবে এবং আপনি চাইলে দুইটি # ট্যাগও লিখতে পারবেন।
⏩ইউটিউব ভিডিওতে যেহুতু ৫০০০ character এর Description লিখার সুযোগ থাকে তাই এই সুযোগের সদ্বব্যবহার করা।

৪. ভিডিওর Duration কমানোর চেষ্টা করা-

অনেক মানুষই যখন ইউটিউবে কোনো ভিডিও খোঁজ করে তখন তারা এমন ভিডিও চাই বা দেখে যেটা অতি দীর্ঘ নয়।
তাই আপনি অবশ্যই চেষ্টা করুন যাতে ভিডিওর Duration কমানো যায়। এক্ষেত্রে ভিডিওতে এমন কোন অংশ ব্যবহার করবেন না যেটার বেশি প্রয়োজন নেই।

৫. ভিডিওতে "Call to Action" ব্যবহার করা-

Call to Action হচ্ছে কোনো কিছুর জন্য অনুরোধ করা। আপনার ভিডিওতে Viewers দের কাছে কিছু (Like, Comments, Subscribe) না চাইলে তার সমস্ত আগ্রহ ভিডিওর দিকেই চলে যাবে। এবং ভিডিও শেষে সে আপনার চ্যানেল থেকে বের হয়ে যাবে। তাই আপনার ভিডিওতেই Viewers দেরকে Like, Comments, Subscribe করতে অনুরোধ করুন। এতে করে আপনার চ্যানেলের Subscriber কিছুটা হলেও বৃদ্ধি পাবে।

৬. প্রত্যেকটা ভিডিওতে অতিরিক্ত Tag দেওয়া-

ভিডিওর Title এ আপনি একটাই Keyword ব্যবহার করতে পারবেন। তাই আপনার ভিডিওটিকে যেন মানুষজন বিভিন্ন রকমের Keyword দ্বারা সার্চ করলেই খুঁজে পাই এজন্য আপনাকে অবশ্যই আপনার Video Related কয়েকটি Tag যোগ করতে হবে।


৭. Social মিডিয়ায় নিজের ভিডিওর লিংক শেয়ার করা-

আপনার ভিডিওটি যদি Social মিডিয়ায় বিশেষ করে Facebook এ শেয়ার করেন তাহলে সেখান থেকেও অনেক View আসবে এবং Subscriber ও বৃদ্ধি পাবে। Facebook এ ভিভিন্ন গ্রুপ বা পেজের কমেন্ট বক্সে আপনার ভিডিওর লিংক শেয়ার করতে পারেন।

৮. ঘন ঘন ভিডিও আপলোড করার চেষ্টা করা-

আপনার চ্যানেলে প্রতি সপ্তাহে অন্তত ২ থেকে ৩ টি ভিডিও অবশ্যই আপলোড করুন। ঘন ঘন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটি পরিচিতি লাভ করবে এবং Subscriber, Watch time বৃদ্ধি পাবে।

৯. ভিডিওতে নিজেকে প্রদর্শন করা-

আপনার ভিডিওতে যদি নিজের চেহারা দেখান এবং কথা বলেন তাহলে আপনার পরিচিতগণরা আপনার Channel Subscribe করবে এবং Viewers গণও Subscribe করতে আগ্রহী হবে।

১০. ভিডিও Promote করার জন্য Third Party Promoter Service ব্যবহার করা-

এমন কিছু সাইট বা App আছে যেগুলো ফ্রিতে আপনার ভিডিওটি বা চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিবে বা প্রমোট করে দিবে। তাই Third Party Promoter Service ব্যবহার করলে অতি তারাতারি চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারবেন। এরকম Promoter-এর মধ্যে এখন পর্যন্ত Tube Buddy সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। আপনি চাইলে সেটা Try করতে পারেন।


আশা করি আর্টিকেলটি পড়ে আপনাদের সামান্য হলেও উপকার হয়েছে॥ তাই কমেন্ট করে জানাবেন আর্টিকেলটি কেমন হয়েছে। এই আর্টিকেলের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে একটু কষ্ট করে কমেন্ট করুন উত্তর পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই সবার সু-স্বাস্থ কামনা করে এখানেই শেষ করছি। BdElancing নিয়মিত ভিজিট করুন। শিখতে থাকুন নতুন কিছু॥খোদা-হাফেজ॥


Tags: How to grow up a New YouTube channel, how to get subscriber in new YouTube channel, how to get view in my YouTube video, how to promote my youtube video, ইউটিউব চ্যানেলে কিভাবে বেশি subscribe পাব, ইউটিউব ভিডিওতে বেশি বেশি view কিভাবে পাব,

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.