আমরা অনেকেই নতুন ফ্রীজ কিনে নিয়ে আসি। এবং ফ্রিজের এই পাওয়ার কন্ট্রোলার বা টেম্পারেচার কন্ট্রোলার সম্পর্কে আমাদের হয়তো ধারণা থাকে না। ফলে আমরা পাওয়ার বেশি দিয়ে থাকি বা কম দিয়ে থাকি। আর এই বেশি বা কম দেয়ার ফলেই আমাদের ফ্রিজে রাখা খাবার বা যেকোনো জিনিস নষ্ট হয়ে যায়। আবার বেশি পাওয়ার দেয়ার ফলে আমাদের ফ্রীজ অনেক গরম হয় এবং অনেক বেশি বিদ্যুৎ খেয়ে নেয়।
তঃ আজকে আমরা জানবো কোন সময়ে আমাদের ফ্রিজের পাওয়ার কত রাখা দরকার। কেননা এটা সবারই জেনে থাকা প্রয়োজন। আপনি হয়তো আপনার ফ্রিজ সম্পূর্ণ ভরে রেখে দিচ্ছেন কিন্তু সে অনুযায়ী ফ্রিজের টেম্পারেচার কমিয়ে রেখেছেন। এখন দেখছেন যে ফ্রিজে রাখা জিনিস পচে যাচ্ছে কিন্তু বরফ হচ্ছে না। এখন আপনি হয়তো ভাবেন ফ্রিজে সমস্যা রয়েছে। কিন্তু আসলে কি তাই.?
আবার হয়তো আপনি ফ্রিজে অনেক কম পরিমাণ জিনিস রেখেছেন কিন্তু ফ্রিজের পাওয়ার সম্পূর্ণ দিয়ে রেখেছেন। এক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার ফ্রিজটি বার বার চালু হচ্ছে, ফ্রিজ অত্যন্ত গরম হয়ে যাচ্ছে, অনেক বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে। তাই ফ্রিজের এই বিষয়ে সবার জানা দরকার।
কিছু কিছু ফ্রিজের টেম্পারেচার পাওয়ার ০-৭ পর্যন্ত দেয়া থাকে আবার কিছু কিছু ফ্রীজে ০-১২ পর্যন্ত দেয়া থাকে। চলুন এবার দেখে নিই কখন বা কোন সময়ে ফ্রিজের পাওয়ার কত রাখা উচিত।
১/ আপনার ফ্রিজটি যদি পুরোপুরি ভর্তি থাকে তাহলে সেই সময়ে আপনার ফ্রিজের পাওয়ার ৫-৬/১০-১১ রাখতে হবে। যদি এর কম রাখেন তাহলে ফ্রিজে রাখা জিনিস নষ্ট হয়ে যাবে।
২/ আপনার ফ্রিজে যদি ৩ এর ২ ভাগ পূর্ণ থাকে তাহলে পাওয়ারও মাঝ বরাবর রাখতে হবে অর্থাৎ ৩-৪/৬-৮ এর মাঝে রাখতে হবে।
৩/ আপনার ফ্রিজে যদি খুব কম পরিমাণ জিনিস রাখা থাকে তাহলে ফ্রিজের পাওয়ার ২-৩/৩-৫ রাখতে হবে। এর থেকে বেশি পাওয়ার দিয়ে রাখলে এমনি এমনি আপনাকে বেশি বিদ্যুৎ খরচ করতে হবে।
তঃ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সবসময়। খোদা হাফেজ॥
Tags- ফ্রিজের পাওয়ার কত রাখবো, ফ্রিজের পাওয়ার কত রাখা উচিত, রেফ্রিজারেটরের পাওয়ার কখন কত রাখতে হবে, Refrigerator temperature control,