Boost করে Monetization :
আসসালামু আলাইকুম ইউটিউব বা ফেসবুকের ভিডিও বুস্ট করে মনিটাইজেশন করা সম্ভব বা ইনকাম করা সম্ভব এই বিষয়টা নিয়ে আমাদের ভিতরে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং ভুল ধারণা রয়েছে আজকের এই টিউনে আমি সেই সকল বিষয়গুলিকে ক্লিয়ার করার চেষ্টা করব।
প্রথমে কথা বলা যাক ফেসবুক বুস্টিং নিয়ে।
এই ফেসবুক বুস্টিং করার জন্য আপনার দুইটা অপশন রয়েছে। একটা হলো ফেসবুকে যদি আপনি কোন ভিডিও বুস্ট করতে চান তাহলে ফেসবুকের নিজস্ব একটা মাধ্যম রয়েছে সেই জায়গায় আপনি কিছু ডলার খরচ করে আপনার ভিডিও বা পোস্ট গুলিকে বুস্ট করাতে পারবেন। একইভাবে ইউটিউবে যদি আপনি কোন ভিডিও বুস্ট করতে চান তাহলে ইউটিউব এর নিজস্ব একটা মাধ্যম রয়েছে সেই জায়গায় কিছু ডলার খরচ করে আপনি আপনার ভিডিওগুলি কে বুস্ট করতে পারবেন। আর বুস্ট করার জন্য ইলিগাল একটা পথ রয়েছে যা আপনি হয়তো ফেসবুকে এমন অনেক বিজ্ঞাপন দেখেছেন মাত্র ১৫ দিনে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে মাত্র এক মাসের ভিতরে ইনকাম শুরু হয়ে যাচ্ছে আবার ১০০ রিয়েল সাবস্ক্রাইবার ২০০ টাকা বা ১০০ টাকা এই সকল মাধ্যম গুলিকে থার্ড পার্টির মাধ্যম বলা হয়।
এগুলা করলে আপনার টাকাটা সম্পূর্ণ জলে যাবে কারণ যেইসব থার্ড পার্টি বাজে পদ্ধতিতে আপনি কাজ গুলি করাবেন সেগুলো যেকোনো সময় রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে সাসপেন্ড হয়ে যেতে পারে এ সকল ফাঁদে আপনি কখনোই পা দিবেন না এতে করে আপনার ক্ষতি ছাড়া কোন উপকার হবে না। তাহলে আমাদের হাতে আছে শুধুমাত্র সঠিক পদ্ধতিতে ইউটিউব বা ফেসবুকের নিজস্ব মাধ্যমে বুস্ট করার উপায়।
এখন কথা হলো লীগাল ওয়েতে বুস্ট করে কি আমাদের মনিটাইজেশন এনাবেল করা সম্ভব?
বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রথমে আসি ফেসবুকের কাছে আমরা যদি আমাদের পেজ মনিটাইজেশন এনাবেল করতে চাই আমাদের যে শর্তগুলো পূরণ করতে হবে আমাদের পেজে অবশ্যই ১০ হাজার ফলোয়ার থাকতে হবে এবং দুই মাসের ভিতরে ৬ লাখ মিনিট ওয়াচ টাইম সম্পন্ন করতে হবে তবে স্পষ্টভাবে লেখা আছে এটা আপনাকে অবশ্যই অর্গানিক ভিউজ এর মাধ্যমে অর্জন করতে হবে। কোথাও বোস্টিং এর মাধ্যমে অর্জন করলে সেটা মনিটাইজেশন এর জন্য কোন ধরনের কাজে আসবে না আপনি কষ্ট করে করে ভিডিও দিয়ে দিয়ে যে অর্গানিক ওয়াচ টাইম অর্জন করবেন সেটাই শুধুমাত্র এখানে যোগ হবে।
আবার ইউটিউব চ্যানেলে মনেটাইজ পেতে হলে আপনাকে
১২ মাসের ভিতরে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম সম্পন্ন করতে হবে। ইউটিউব এর এই জায়গাটাতে একদম ক্লিয়ার ভাবে বলা আছে এই যে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম আপনার প্রয়োজন পড়বে এটা সম্পূর্ণ অর্গানিক ভিউজ এর মাধ্যমে অর্জন করতে হবে কোন ধরনের বুস্ট করার মাধ্যমে যে আপনি অর্জন করবেন সেটা কিন্তু মনিটাইজেশনের জন্য যে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন পড়বে সেখানে যোগ হবে না সুতরাং ফেসবুক বলেন বা ইউটিউব কোন ধরনের বুস্টিং করেন তাহলে মনিটাইজেশন এর জন্য আপনার কোন কাজে আসবে না।
তবে এখানে আর একটা কথা আছে বুস্ট করার মাধ্যমে আপনার চ্যানেল বা পেজে কিছু সংখ্যক ফলোয়ার্স তো আসবে তারা হয়তো আপনার লেটেস্ট আপলোড করা ভিডিও দেখবে আপনার আগে আপলোড করা হয়েছে এমন ভিডিওগুলি তাদের সামনে হয়তো যাবে আপনার হয়তো ভিডিওতে ভিউ আস্তে আস্তে বাড়তে পারে বাট এই যে প্রমোট করার মাধ্যমে যে ফলোয়ার আসবে সে গুলির সাথে আপনি অর্গানিক ভাবে একদম রিয়েল যে ফলোগুলো পাচ্ছেন সেগুলো তুলনা কখনই করতে পারবেন না। আপনি জোর করে একটা মানুষের কাছে একটা জিনিস দিচ্ছেন সে গ্রহণ করতে চাচ্ছে না তাও তাকে জোর করছেন সেটা আর অন্যদিকে একটা মানুষ পছন্দ করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে অথবা আপনার পেজ ফলো করছে এই দুইটাকে আপনি কখনই একসাথে করতে পারবেন না।
আর বুস্ট করার যে খরচটা সেটা শুধু একটু দেখেন তাহলে আর বুস্ট করতে হবে না মাথা থেকে বুস্ট করার চিন্তা একেবারে চলে যাবে। ১০ ডলার খরচ করে মাত্র পাঁচ দিনের জন্য ফেসবুকের হিসাবে দেখাচ্ছে মাত্র পাঁচ দিনের জন্য আপনার একটা পোস্ট রিচ করবে এক থেকে পাঁচ হাজার মানুষের কাছে এবং সেখান থেকে হয়তো আপনি কয়েক হাজার ভিউ পাবেন। ১০ ডলার ৫ দিনের জন্য এবার আপনি যদি বেশি সংখ্যক ভিউ বেশি সংখ্যক ফলোয়ার্স নিতে চান তাহলে আপনাকে কত ডলার খরচ করতে হবে একটু চিন্তা করে দেখুন। তাই অবশেষে এইটাই বলবো শুরু থেকে একটি একটি করে ভিডিও করে কষ্ট করে আপনার চ্যানেল বা পেজ গড়ে তোলেন সেটা যখন মানুষ দেখবে তারা নিজেরাই আপনাকে সাপোর্ট করবে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন।
আপনি যখন কষ্ট করে ধীরে ধীরে এগিয়ে যাবেন তখন আপনার কাছে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। একটা চ্যানেল বা পেজ থেকে যখন আপনি শুরু থেকে একটু একটু করে বড় করবেন হাজার শত লাখ সাবস্ক্রাইবার ফলোয়ার্স নিয়ে যাবেন তখন কিন্তু মানুষের কাছে থেকে আপনি আলাদা একটা ভালোবাসা পাবেন। আপনি নিজেকে নিয়ে প্রাউড ফিল করতে পারবেন। বুস্ট করে আপনি কখনো ফেসবুক বা ইউটিউব Monetization এনাবল করতে পারবেন না তাই বুস্ট করার চিন্তা বাদ দিয়ে লিগ্যাল ভাবে কষ্ট করে কাজ করতে থাকুন ইনশা-আল্লাহ সফলতা একদিন আসবেই।