দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াবার স্বপ্ন সবারই থাকে। কিন্তু এখানে বাঁধা হয়ে দাঁড়ায় পাসপোর্ট, ভিসার নিয়ম কানুন আর হাজারটা আইনের বেড়াজাল। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ থেকে ১০ টি দেশে আপনি কোনো প্রকার ভিসা ছাড়াই ঘুরতে যেতে পারবেন। আজকের এই টিউনে আমি আপনাদের সেই ১০ দেশের সাথে পরিচয় করিয়ে দেব।
তঃ চলুন জেনে নেওয়া যাক -
১| মালদ্বীপ
ভিসা ছাড়াই যাওয়া যায় এমন দশটি দেশের তালিকায় প্রথমে হচ্ছে মালদ্বীপ। হানিমুন destination এর জন্য মালদ্বীপের কোনো বিকল্প নেই। অপরূপ সৌন্দর্য এর লীলাভূমি রয়েছে এই দেশে। এই দেশের আয়ের একটি বড় উৎস পর্যটন। নানান দেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই দেশের সুন্দর্য উপভোগ করতে যায়। আপনি চাইলে বাংলাদেশ থেকে কোনো প্রকার ভিসা ছাড়াই এই দেশে ঘুরতে যেতে পারবেন।
২| ইন্দোনেশিয়া
দিপ্র রাষ্ট ইন্দোনেশিয়ায় ঘুরতে যান ইউরোপ অস্ট্রেলিয়ার অনেক পর্যটক। এবার বাংলাদেশীদের জন্য সেদেশে যাওয়ার প্রক্রিয়া সহজ করে দিয়েছে ওই দেশের সরকার। ২০১৬ এর এপ্রিল মাস থেকে সেই দেশে যাওয়ার জন্য আগে থেকেই ভিসা নেয়ার প্রয়োজন থাকছে না। তাই প্রয়োজনই কাগজ আর পাসপোর্ট নিয়ে চলে যেতে পারবেন ইন্দোনেশিয়ায়। সেখানে বিমান বন্দরে নেমে আপনি পেয়ে যাবেন ত্রিশ দিনের জন্য ভিসা।
৩| ভুটান
সুখী মানুষের দেশের নাম শুনলে নিজেকেও কেমন সুখী সুখী মনে হয়। নান্দনিক সৌন্দর্য আর পাহাড়ে ঘেরা সুখী মানুষদের দেশ ভুটানেও বাংলাদেশীরা যেতে পারবেন কোনরকম ভিসা ছাড়াই।
৪। সেচেলেস
১১৫ টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। বলা হয়ে থাকে সেসেলেসের সৌন্দর্যের প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যদি হানিমুনে বা হাওয়া পাল্টানোর জন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বিনা ভিসাতেই যেতে পারেন এই দেশটিতে।
৫। ফিজি
২০১৪ সালের এক জরিপে এসেছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ ফিজি। এত ছোট্ট একটা দেশ হলে বেশ ধনী এই দেশটি। শুধুমাত্র পাসপোর্ট থাকলেই ভিসা নিয়া চিন্তার কোনো কারণ নেই। ঘুরে আসতে পারেন এই দেশটি থেকে।
এরকম ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় এমন আরও অনেক দেশ রয়েছে । নিচে আরো ৫ টি দেশের নাম দেয়া হলো -
৬। বাহামাস
৭। বার্বাডোস
৮। ডোমিনিকা
৯। গাম্বিয়া
১০। গ্রানাডা
আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ॥