আজকের এই টিউনে আপনি এমন কিছু তথ্য এবং একটি সত্য ঘটনা জানবেন যেগুলো এর আগে আপনাকে কেউ জানায়নি। আজকে আন-অফিসিয়াল ফোন নিয়ে যেইসব কথা বলবো সেগুলো আসলে পদ্যার আড়ালের ঘটনা যেগুলো আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়।
কিন্তু এগুলো জানা আমাদের জন্য অনেক দরকারি। কারণ এগুলো না জানলে আমরা সতর্ক হতে পারবেনা।
আন-অফিসিয়াল ফোনগুলো কেনো আমাদের কেনা উচিৎ নয় বা এই ফোনগুলো কোথায় থেকে আসে সেটা আজকে বুঝতে পারবেন।
আমরা অনেকেই অনেক টাকা দিয়ে আন-অফিসিয়াল ফোনে কিনে থাকি। কিন্তু আমরা কিভাবে যে ঠকে যাচ্ছি সেটা বুঝতেই পারি না। বিশেষ করে আমাদের বাংলাদেশে আনঅফিসিয়াল ফোনের ব্যাবসা একটু বেশিই হয়। আপনি জানেন কি এমেরিকা, জাপান, চায়না, ইন্ডিয়াসহ আরো অনেক দেশের 2nd হ্যান্ড বা ইউজ করা ফোনগুলো প্যাক করে সিল করে নতুন ফোন হিসেবে বাংলাদেশে চালান করে দেয়া হয়। সেগুলোই বাংলাদেশে আন-অফিসিয়াল এবং নতুন ফোন হিসেবে চওড়া দামে বিক্রি হয়। গ্রাহকরা সেটা নতুন ফোনে মনে করেই কিনেন কিন্তু তিনি জানেননা যে কিভাবে তিনি ঠকে গেলেন। হতে পারে সেই ফোনটিতে ছোট বড় অনেক ধরনের সমস্যা রয়েছে। যে ব্যবহার করেছে সে হয়তো ফোনটাকে খারাপ করে ফেলছে ব্যাটারি ব্যাকআপ নষ্ট করে ফেলছে এরকম নানা রকমের সমস্যা থাকতে পারে। এবং আন-অফিসিয়াল ফোনে কিনলে মনের মধ্যে একটা ভয় থাকে। আজ বাদে কাল যদি এই ফোনগুলো ব্যান করে দেই তাহলে আমাদের এতগুলো টাকা দিয়ে কেনা ফোনটি অচল হয়ে যাবে।
আবার এমন একটি ঘটনা আছে যেটা জানার পর আন-অফিসিয়াল ফোন সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা চলে আসবে।
বাংলাদেশে নাম করা একটা চাইনিজ মোবাইল ব্রান্ড নাম বলাটা হয়তো ঠিক হবে না তাই নামটা বলতে পারছি না। কিন্তু মনে রাখবেন নাম করা একটি চাইনিজ ব্রান্ড। সেই ব্র্যান্ডের একজন বেশ পদস্থ কর্মচারীর কাছ থেকে একটা অদ্ভুত ঘটনা জানা গেছে। সেই ঘটনাটিই আপনাদের সাথে এখন শেয়ার করবো -
এবছর নয় দুই বছর আগে ঈদের ঠিক আগে আগে যখন কারখানা গুলোতে প্রচন্ড প্রেসার প্রচুর মোবাইল ফোন প্রোডাকশন করতে হবে কাজের চাপ অনেক বেশি তখন একটা বড় ধরনের ভুল হয়ে যায়। একটা নাম করা মোবাইল কোম্পানি প্রো ভ্যারিয়েন্ট এবং নরমাল ভ্যারিয়েন্ট এর দুইটি ফোনে একই সাথে প্রোডাকশনে চলছিল। হার্ডওয়্যারের কাজ হয়ে গেছে এবং ফোন দুটিতে এটুকু বলতে পারি যে মিডিয়াটেক এর প্রসেসর ছিল এর বেশি বলা সম্ভব না। সেই হার্ডওয়্যার তৈরি হওয়ার পর একদিন একটি ফোনে ৯০০ টা সফটওয়্যার ভরা হয়। তঃ সেই ৯০০ টা সফটওয়্যার ভরতে গিয়ে ৬০০ টা সফটওয়্যার লাইটার ভার্সনের এর জন্য ভরা হবে এবং ৩০০ টা সফটওয়্যার প্রো ভার্সনের এর জন্য ভরা হবে এরকম প্ল্যান ছিল। কিন্তু সেই কাজে নিয়োজিত যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন তিনি একটা ভুল করে ফেলেছিলেন। তিনি লাইটার ভার্সনের সফটওয়্যার ঐ ৯০০ টা ফোনেই এক লাইনেই ভরে দিয়েছিলেন। অর্থাৎ প্রো ভার্সনের ফোনেও লাইটার ভার্সনের সফটওয়্যার চলে আসলো। প্রো ভার্সনের ফোনের যে হার্ডওয়্যার আলাদা, ক্যামেরা আলাদা, ফার্স্ট চার্জিং এর সাপোর্ট আছে এর ফলে সেই ফোনগুলোতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেয়া শুরু করলো। সেটা চার্জিং এর সমস্যা হতে পারে, ক্যামেরার সমস্যা হতে পারে বা হিটিং ইস্যু হতে পারে। মোট ১১ টা সমস্যা ধরা পড়লো যেগুলো ঠিক করতে অনেক সময়ের ব্যাপার। এই সমস্যাগুলোর কারণে প্রো ভার্সনের ফোনগুলো বিক্রির জন্য প্রস্তুত করা গেলো না। ফ্যাক্টরিতে হইহুল্লোড় পড়ে গেলো কিছু কিছু কর্মচারি সাসপেন্ড হতে পারে বলে ধারণা করা হলো। কিন্তু শেষ পর্যন্ত ওই ফোনগুলো ডিফেক্টিভ ফোন হিসেবে সার্ভারে লিস্টেড করার পরেও যেটা ঘটলো সেটা হলো সেই ফোন গুলোকে আর ঠিক করা হলো না।
ঠিক করা হলো না কারণ ঈদ আসতে আর মাত্র কয়েকদিন বাকি সেই সময়ে ঐ ফোনগুলো ঠিক করতে গেলে যে ৬ ঘণ্টা সময় লাগে সেই ৬ ঘণ্টায় নতুন ৯০০ টি ফোন বানানো যাবে। এখন কোম্পানি ৩০০ টা ফোন ঠিক করবে নাকি ৯০০ টা ফোন বানাবে। কোম্পানির কাছে সহজ অপশন ছিল তাই কোম্পানি সেই ৩০০ টা ফোনকে না ঠিক করে আন-অফিসিয়াল ফোন হিসেবে বাংলাদেশের মার্কেট চালান করে দিল। একটা Reputed কোম্পানি জেনে বুঝে Defective ফোন জেনে বুঝে আনঅফিসিয়াল মার্কেট এ দিয়ে দিচ্ছে যাতে ফোনগুলো বিক্রি হয়ে যায়। তাতে কোম্পানি তেমন লাভ না হলেই ক্ষতিটা আর হলো না। অন্য দিকে আন-অফিসিয়াল ফোনের দোকানদারও খুশি defective ফোন তারা খুব কম দামে পেলো ঠিকই কিন্তু বেশি দামেই বিক্রি করবে।
ঠকলো কে.? আপনার আমার মত গ্রাহকরা। আর এটাই হচ্ছে আন-অফিসিয়াল ফোনের আসল সত্যি। আশা করি বুঝতে পেরেছেন তাই
আন-অফিসিয়াল ফোন কেনা থেকে বিরত থাকুন। এরকম আরো ইনফরমেশন এর জন্য আমাদের ব্লগটি নিয়মিত ভিজিট করুন।
আজ এ পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর টিউনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ॥
Tags: আন-অফিসিয়াল ফোনের রহস্য, আন-অফিসিয়াল ফোন ভালো নাকি খারাপ, আন-অফিসিয়াল ফোন কেন কিনবেন না, do not buy Unofficial phone,