মাদকদ্রব্যের ক্ষতিকর প্রতিক্রিয়া:
পবিত্র কোরআনের আলোকে মাদকঃ
শয়তান তো মাদক “অর্থাৎ সকল ধরণের নেশাকারক দ্রব্য" ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি এবং আল্লাহকে স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে চায় এর পরও কি তোমার এসব ঘৃণ্য বস্তু থেকে নিবৃত্ত হবে না? “সূরা মায়েদা" আয়াত-৯১/
● পৃথিবীর কোন ধর্মগ্রন্থ মাদক সেবন অনুমোদন প্রদান করে নাই। এইডস রোগের অন্যতম কারণ মাদকাসক্তি।
ইয়াবাঃ Yaba শব্দটি দুটি থাই শব্দ yar ও bar থেকে এসেছে। এর অর্থ Crazy Medicine বা উত্তেজক ঔষধ। এটি দেখতে লাল, কমলা কিংবা সবুজাভ। কোমলমতি শিশু, কিশোর ও তরুন তরুনীদেরকে শক্তিদায়ক কেভি বলে বিভ্রান্ত করে সহজে ইয়াবা ধরিয়ে দেওয়া হয়। এর 'Wy' 'y' 'ok' 'sy' গায়ে ইত্যাদি লোগো অংকিত থাকে। যাহা দেখে ব্যবহারকারীরা সহজে একে সনাক্ত করতে পারে। ইয়াবা পাউডার আকারেও পাওয়া যায়। ইয়াবা সেবন। করলে দুই থেকে তিন ঘন্টার মধ্যে স্নায়ু উত্তেজক ক্রিয়া শুরু হয়ে ব্যবহারকারী শারীরিক ও মানসিক ভাবে এমন এক জগতে অবস্থান করে যেখানে ক্ষুধা, বেদনা, ক্লান্তি ও অবসাদ নেই। কয়েক ঘন্টার মধ্যে এর প্রভাব কেটে যাওয়ার পর ব্যবহারকারীদের সোজা আকাশ থেকে পাতালে পড়ার অবস্থা হয়। তার মধ্যে নেসে আসে মৃত মানুষের নিস্তেজতা, নিঃসঙ্গতা, নিঃস্বতা ও আসাড়তা, সীমাহীন ক্লান্তি অবসাদ বিষাদ, অসাহায়ত্ব ও নৈরাস্য তাকে এক অন্ধকার সাগরে তলিয়ে দেয়। এর প্রতিক্রিয়া হিরোইনরে চেয়েও মারাত্নক। কখনো কখনো জীবন বিধ্বংসী হয়ে ওঠে। নিয়মিত ব্যবহারের ফলে ৩ থেকে ১০ দিন পর্যন্ত ঘুম আসে না। নিয়মিত ইয়াবা ব্যবহারে ফুসফুস, লিভার ও কিডনী নষ্ট হয়। দীর্ঘদিন ইয়াবা সেবন করার পরে Speed Bug অথবা Crank Bugs নামক Hallucination উদয় হয় । এতে ব্যবহারকারীদের মনে হয় যেন সারা শরীরে চামড়ার নিচ দিয়ে ছাড়পোকা কিলবিল করে নড়ে বেড়াচ্ছে এবং এবং ব্যবহারকারী এদের টিপে বের করার জন্য মরিয়া হয়ে উম্মত্ত আচরণ করে থাকেন।
গাঁজা (Cannabis): ক্যানাবিস স্যাটিভা নামক ভারতীয় শন গাছ থেকে ভাং পাওয়া যায়। এর ব্যবহারের ফলে অবস্থা ও চেতনার পরিবর্তন ঘটে।
ব্যবহারের প্রতিক্রিয়াঃ দীর্ঘদিন গাঁজা সেবনের ফলে উদ্যম, স্মৃতিশক্তি ও মনোযোগের অভাব দেখা দেয়। শ্বাস-প্রশ্বাস, ফুসফুস ও স্বরনালীতে সংক্রমন এমনকি ক্যান্সারও হতে পারে। মহিলাদের মাসিকের পরিবর্তন, গর্ভবতী নারীদের গর্ভস্থ সন্তানের বিকৃতি, পুরুষের শুক্রানুর পরিমাণ হ্রাস এবং উভয় ক্ষেত্রেই সন্তান জন্মদানের ক্ষমতা ব্যবহার বন্ধ করে দিলেঃ দীর্ঘদিন গাজা সেবনের পর হঠাৎ করে বন্ধ করে দিলে বিষণ্নতা, উদ্বেগ, অনিদ্রা, ঘাম, ও ক্ষুদামন্দা দেখা দেয়। তবে এ প্রতিক্রিয়া সাধারণত এক সপ্তাহের বেশি স্থায়ী হয় না।
হিরোইনঃ হিরোইন সাধারণত পোড়া মাটির মতো লালচে, ধুসর, বাদামী কিংবা সাদা রঙের এবং তেতুলের মতো হালকা গন্ধবিশিষ্ট।
ব্যবহারের প্রতিক্রিয়াঃ সাধারণভাবে শরীরে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা হ্রাস পায়। ঘনঘন প্রস্রাব, শরীরের সন্ধিস্থল সমূহে তীব্র কাঁপুনি, তীক্ষ্ণ ছুরির আঘাতের মতো পেটে তীব্র ব্যাথা এবং কখনো কখনো ব্যাথা এতো প্রবল হয় যে খিচুনির চোটে শরীর বেঁকে যায়। চোখ দিয়ে ক্রমাগত জল পড়া, ভয়ংকর বমি, মাথা ঘোরা, ঘাম, চুলকানি ইত্যাদি উপসর্গ দেখা দেয়। মধ্যেও বমি হয় এবং শ্বাসনালীতে বমি আটকে প্রায়ই আসক্ত ব্যক্তির মৃত্যু ঘটে।
মদ (Alcohol): মদের মূল উপাদান ইথাইল এলকোহল বা স্প্রিট।
ব্যবহারের প্রতিক্রিয়াঃ ক্ষুধার অভাব দেখা দেয়। মাথা ঘোরা ও দুর্বলতার উপসর্গ দেখা দেয়। অধিক মাত্রায় ব্যবহারে চোখের মনি কিছুটা সংকুচিত হয়। সময় ও স্থান লোপ পায়। শ্বাস-প্রশ্বাস ক্ষীণ হয়ে আসে। মদ মস্তিষ্ক, হৃদপিন্ড, লিভার ও পাকস্থলির ক্ষতি করে।
ফেন্সিডিল (Phensidyl) : ফেন্সিডিল একটি ভারতীয় নিষিদ্ধ ঘোষিত কাশির ঔষধ। বাংলাদেশে প্রাপ্ত উক্ত সিরাফ শত ভাগই নিষিদ্ধ, অবৈধ, দুষিত এবং জীবন বিধ্বংসী।
"জীবন একটাই, তাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন।"